Untitled Document
ফুল
তিন পাপড়ির ফুল
- প্রিসিলা রাজ

ছোটবেলা এই ঘাসফুলগুলো দেখেছি বলে মনে পড়ে না। হতে পারে এগুলো পরে এসেছে। শুনেছি অন্য দেশ থেকে নতুন নতুন প্রজাতির গাছ যখন আমদানি করা হয় তখন চুপিসাড়ে অনেক আগাছাও ঢুকে পড়ে। হয়ত যে প্রজাতিটি আনা হচ্ছে তার সঙ্গেই মাটির ভেতরে লুকিয়ে থাকে আগাছার বীজ কিংবা ছোট্ট অঙ্কুর। তারপর জলহাওয়া পছন্দ হলে বীজ অঙ্কুরিত হয় কিংবা আগাছার অঙ্কুরটি তরতর করে বেড়ে ওঠে।

আগাছা কথাটা অনেক বৃক্ষপ্রেমীর পছন্দ নয়। শব্দটা উদ্ভিদজগতে শ্রেণীবিভেদ ঘটায়। মানুষের খাওয়া-পরা, বিলাস-ব্যাসনে যোগায় যে উদ্ভিদ তা গাছ আর বাকিরা আগাছা। কোনো আগাছার যখন পণ্যমূল্য তৈরী হয় তখন আবার সে জাতে ওঠে। এই শ্রেণীবিভেদ ঘটাতে গিয়ে প্রকৃতির কত সৃষ্টি আমরা গলা টিপে মেরেছি। আগাছা নির্মূলের জন্য তৈরী করেছি বিশেষ ওষুধ - আগাছানাশক বা উইডিসাইড। গাছখুনীও বলা যেতে পারে তাকে, না?

যাক সে কথা। আমার তো কারবার আগাছা নিয়েই। যা বলছিলাম, এ সংখ্যায় যে ফুলটা দিচ্ছি তা বছর কয়েক হলো বিভিন্ন এলাকায় ঝোপেঝাড়ে দেখতে পাচ্ছি। ছাই মেশানো হালকা বেগনি। পাপড়ি এত পাতলা যে শিরা-উপশিরা দেখা যায় - সদ্যোজাত বাচ্চাদের যেমন। পাপড়িগুলোর নীচে আছে তিনটি - ওগুলো মনে হয় উপবৃতিই হবে। সেগুলো আবার স্বচ্ছ বেগনি। দল আর উপবৃতি এমনভাবে সাজানো যেন একটি আরেকটিকে ঢেকে না দেয়। ধরিত্রীওয়ালার আর কিছু না থাক, সৌকর্য্যবোধ প্রবল আর সেটার যেন বিরাট প্রকাশ মূকজগতেই।


আলোকচিত্রীঃ প্রিসিলা রাজ


আলোকচিত্রীঃ প্রিসিলা রাজ


আলোকচিত্রীঃ প্রিসিলা রাজ
অজানা ফুল
হেঁটে হেমায়েতপুর

আকন্দ
আকন্দ কথকতা

উজনি
উজনির ঝিনঝিন

কড়াইশুঁটি
কড়াইশুঁটির বিস্ময়

কাউয়াঠুকরি
ফিবোনাক্কির কেরামতি

কানফুল
শুভ্র কানফুল

চুনিয়াঝোরার ফুল
চুনিয়াঝোরার ফুল

তৃণাক্ষী
তৃণাক্ষী

দাঁতরাঙা
পথের ধারে দাঁতরাঙা

ধূসর, সবুজ ও নীল ফুল
চুনিয়াঝোরায় ধূসর, সবুজ ও নীল

পটল ফুল
বুড়ার দাড়ি

পাঁচ পাপড়ির ফুল
পাঁচ পাপড়ির পদ্য

পুঁতিফুল
পুঁতিফুল

বনদোপাটি
বনদোপাটি?

বেগুনি ফুল
তিন পাপড়ির ফুল

বেগুনি হুরহুরি
আহ্ হুরহুরি!

বেরেলা
বেরেলা, কুরেটা অথবা উরুশিয়া

বড় আমরুল
বড় আমরুল

মায়াংবা ফুল
মায়াংবার মায়ায়

লাইশাক
লাইশাক ও কয়েকটি সকাল

শশাফুল
ব্রহ্মপুত্রে শশাফুল

শেরামণি
শেরামণি ও শার্শার নসুবালা

সাদা ফুল
মডেল পুক

সোনাফুল
চাম্পারাইয়ে থার্টি

হাতিশুঁড় ফুল
হাতিশুঁড়

হালকা বেগুনি ফুল
দাঁতাল

সাপলুডুর অন্যান্য সংখ্যায় প্রকাশিত ফুলসমূহ
Untitled Document